আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও ডিজিটাল ম্যানিপুলেশন ঠেকাতে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।
বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে টিকটকের সাউথ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও সরকারি সম্পর্ক বিভাগের প্রধান ফেরদৌস মুত্তাকিম এ তথ্য জানান।
তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে অনলাইনে যেকোনো অপব্যবহার প্রতিরোধে টিকটক কঠোর মনিটরিং চালাবে। প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ টিম ইতোমধ্যেই বাড়তি পদক্ষেপ নিয়েছে।”
বৈঠকে টিকটক তাদের কনটেন্ট সেফটি সিস্টেম, অপতথ্য মোকাবিলার নীতিমালা এবং নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজের বিভিন্ন দিক তুলে ধরে।
সংস্থাটি জানায়, অনলাইন পরিবেশ নিরাপদ রাখতে প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট পর্যালোচনা করা হয়। এর অংশ হিসেবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে।
টিকটক প্রতিনিধি দলের মতে, নির্বাচনকালীন সময়ে ইসি, সাংবাদিক সমাজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত জরুরি।
বৈঠকে সিইসি, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিকটকের নয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
Gazipurnews24