রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরো এলাকা এখনো ধোঁয়ায় আচ্ছন্ন। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এলেও, বুধবার সকাল পর্যন্ত বিশাল এলাকাজুড়ে ছাই ও পোড়া টিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গেলে দেখা যায়—আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ির জায়গাজুড়ে এখন শুধুই পোড়া কাঠ, ভাঙা টিন আর ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ ছাইয়ের নিচে নিজেদের শেষ সম্বল খুঁজে বের করতে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন।
এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা জানান,
“সব কিছু পুড়ে গেছে। ভিজে যাওয়া একটা কম্বল ছাড়া হাতের কাছে কিছুই নেই। দেখি, যদি কিছু বাঁচানো যায়।”
অগ্নিকাণ্ডের পর বস্তির প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস. এন. নজরুল ইসলাম।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে বৌবাজার অংশে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘিঞ্জি পরিবেশ, সরু পথ ও শুকনো মৌসুমের কারণে আগুন দ্রুত বহু ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোট ১৯টি ইউনিট কাজ করলেও পানির সংকট ও প্রবেশের সমস্যা কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
শেষ পর্যন্ত রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ সম্পন্ন হয়।
Gazipurnews24