Breaking News
Home / Uncategorized / কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ ও সার সহায়তা প্রদান

কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ ও সার সহায়তা প্রদান

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড, বোরো উফশী ধানবীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়—

উপজেলার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিঘাপ্রতি ০৫ কেজি বোরো উফশী ধানবীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

৬০০ জন কৃষককে বিঘাপ্রতি ০২ কেজি করে বোরো হাইব্রিড ধানবীজ বিতরণ করা হয়েছে।

কৃষকদের বোরো ধান চাষাবাদ ও বালাই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনাও প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক ও সুরাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

About admin

Check Also

সন্ধ্যায় জামায়াত আমির হিসেবে আবারও দায়িত্ব নিচ্ছেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান। ২০২৬–২০২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.