রাজধানীর দক্ষিণখান থানায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) ঢাকা-১৮ আসনের ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন,
“খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের প্রতীক। নানা প্রতিবন্ধকতার মাঝেও তিনি গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবসময় দৃঢ় ছিলেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
Gazipurnews24